ঝিনাইদহে যক্ষা নিয়ন্ত্রণে ইমামদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে মতবিনিময়
ঝিনাইদহ চোখ-
যক্ষা প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ঝিনাইদহে মসজিদের ইমামদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে আজ (১৬ মার্চ) সকাল ১১টায় শহরের ফুড সাফারী মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ নাটাবের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ এনএম শাহজালালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ শুভ্র রাণী দেবনাথ। স্বাগত বক্তব্য পাঠ করেন নাটাবের সাধারণ সম্পদক বীরমুক্তিযোদ্ধা কামালুজ্জামান কামাল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মেহেদী হাসান ।
আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ উল্লাহ, সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা রুহুল কুদ্দস।
সভায় প্রধান অতিথি সিভিল সার্জন ডাঃ শুভ্র রাণী দেবনাথ বলেন, যক্ষা মারাত্মক রোগ। তবে সঠিক সময়ে চিকিৎসা নিলে এ রোগ নিরাময় সম্ভব। যক্ষা রোগের ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসচেতনতা সৃষ্টি করতে খুতবায় আলোচনা করতে মসজিদের ইমামদের প্রতি আহবান জানান।
বক্তারা আরো বলেন, কোন ব্যক্তির এক নাগাড়ে ২ সপ্তাহ বা তার অধিক সময় ধরে কাশি থাকলে তাদেরকে বিনামূল্যে চিকিৎসার জন্য অংশগ্রহনকারী ইমামদের পরামর্শ দিতে বলেন। সরকারী সব হাসপাতালে ফ্রী চিকিৎসা দেওয়া হয় বলেও ইমামদের জানানো হয়। সভার যক্ষা রোগী সনাক্ত করতে ইমাদের সহায়তা কামনা করা হয়।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম অংশগ্রহণ করেন।