ধর্ম ও জীবন
সাধুহাটিতে মসজিদ নির্মাণে ৫০ হাজার টাকা অনুদান দিলেন জামির উদ্দীন

গিয়াস উদ্দীন সেতু, ঝিনাইদহ চোখ-
ঝিনাইদহের সদর উপজেলার ১ নং সাধুহাটি ইউনিয়নের সাধুহাটি বাসস্ট্যান্ড মোড়ে নতুন মসজিদ নির্মাণ কাজে পোতাহাটি গ্রামের জামির উদ্দীন ৫০ হাজার টাকা মসজিদ নির্মাণ কাজে সহোযোগীতা করছেন।
গত কাল রাতে এই টাকা নিজে জামির উদ্দীন ১নং সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজির উদ্দীনের হাতে তুলে দিন। এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটি সভাপতি বিশারত মোল্লা, মোঃ কবির উদ্দীন,আক্তারুল ইসলাম। কাজী নাজির উদ্দিন চেয়ারম্যান মসজিদ নির্মাণ কাজের সার্বিক দায়িত্ব থেকে নতুন নির্মাধীন কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন।
এই মসজিদে অনেক দানশিল ব্যাক্তি সহোযগিতা করেছেন যার কারনে ছাদেও কাজ খুব শিগ্রয় শুরু হতে যাচ্ছে । যদি কেউ এই নতুন মসজিদে দান করতে চান তবে এই মোবাইলে যোগাযেগ করতে পারেন ০১৭১১২৬২৫৭২।