ঝিনাইদহে ৪ দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাস্প শুরু/অসহায়দের উপচে পড়া ভীড়
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ৪ দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাস্প শুরু হয়েছে । আজ সকালে পৌরসভাস্থলে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। সকাল থেকেই বিভিন্নস্থান থেকে আসা অসহায়-হতদরিদ্রদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায় ।
ঝিনাইদহ পৌরসভার উদ্যগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে পর্যায়ক্রমে আগামী ৪ দিন ধরে এ কর্মসূচি চলমান থাকবে । আজ পৌর ওয়ার্ড ১ ও ২ এর পৌরসভাস্থল ও খান এ খোদা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সকাল থেকে বিকেল ৫টি পর্যন্ত চিকিৎসা সেবা চলমান থাকবে । সেখানে রোগীদের স্বাস্থসেবাসহ ফ্রী ওষুধ প্রদান করবেন ঝিনাইদহসহ দেশের নামিদামী ডাক্তার ও কনসালটেন্টবৃন্দ । অসহায়রা এ ধরনের স্বাস্থ্যসেবা পেয়ে অত্যন্ত খুশী ।
পৌর মেয়র ও জাহেদী ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের সভাপতিত্বে উদ্বোধনী , সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ মিথিলা ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ কাউসার হামিদ, শিশু হাসপাতালের কনসালটেন্ট ডাঃ ফরিদ হাসান জামিল, পৌর নির্বাহী কর্মকর্তা মুস্তাক আহমেদ, প্যানেল মেয়র-১ সাইফুল ইসলাম মধু, মহিলা কাউন্সিলর ফারহানা রেজা আঞ্জু ।