শোক দিবস উপলক্ষে কালীগঞ্জে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বেলাল হুসাইন বিজয়, কালীগঞ্জ, ঝিনাইদহ চোখ-
আজ ১৫ আগষ্ট জাতীর জনক, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে ঘাতকরা নির্মমভাবে হত্যা করে । বাঙালীকে শোকের সাগরে ভাসিয়ে এক ঘৃনিত ইতিহাস রচনা করে। তাই আজ ১৫ আগস্ট সারা দেশের ন্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক প্রদান করে শ্রদ্ধা জানান।
কালীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের পুস্পস্তবক প্রদান ও শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বাস্তহারা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন বাবু, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইসরাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন খান, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মতি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও আমিনুর রহমান তপু, উপজেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ কবির লিমন, সাধারণ সম্পাদক সম্পাদক কাজী রিপন সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও দায়িত্বশীল বৃন্দ।