রাবিতে ঝিনাইদহ জেলা সমিতির নতুন সভাপতি রনি, সম্পাদক শহিদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঝিনাইদহ জেলা সমিতির এক বছর মেয়াদী কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ফোকলোর বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রনি আহমেদ সভাপতি এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শহিদুল ইসলাম শহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (০১ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে অনুষ্ঠিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় জেলার ছয়টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ কমিটি নির্বাচিত করা হয়। শুক্রবার (০২ নভেম্বর) সকালে সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় (সভায়) উপস্থিত ছিলেন- ঝিনাইদহ জেলা সমিতির উপদেষ্টামণ্ডলীর সদস্য শহীদ শামসুজ্জোহা হলের প্রাধ্যক্ষ ও ফার্মেসি বিভাগের অধ্যাপক ড.গোলাম সাদিক, বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, ফোকলোর বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ পারভেজ রানা এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারী।
এছাড়া ঝিনাইদহ জেলা সমিতির বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার অন্যান্য উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবারের সভায় শুধু সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভায় সভাপতি এবং সাধারণ সম্পাদককে আগামী এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করে উপদেষ্টামণ্ডলীর কাছে জমা দিতে বলা হয়েছে।