ঝিনাইদহের চোখঃ
রাজশাহী বি আই টির সাবেক পরিচালক ড. ওয়ালিউজ্জামান এর ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
১৫ মার্চ শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে স্মরণসভা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. হারুন অর রসিদ আসকারী।
ফাউণ্ডেশনের সভাপতি ও ড্যাফোডিল ইউনিভার্সিটির অধ্যাপক, জ্বালানী বিশেষজ্ঞ ড. এম শামসুল আলম এর সভাপতিত্বে এবং ফাউণ্ডেশনের সাধারণ সম্পাদক স্বপন বাগচীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. ওয়ালিদ হাসান পিকুল, ডেপুটি ডিরেক্টর জাকির হোসেন, শৈলকুপা সিটি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, শৈলকুপা মুক্তিযোদ্ধা কমাণ্ড কাউন্সিলের সাবেক কমান্ডার রহমত আলী মন্টু, অধ্যাপক ফরিদ উদ্দিন, এস আই আতিয়ার রহমান প্রমুখ।
ড. ওয়ালিউজ্জামান ফাউণ্ডেশন ২০০৯ সাল থেকে শৈলকুপা উপজেলার তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করে আসছে। প্রতি বছর ২৫ ডিসেম্বর পরীক্ষা গ্রহণ ও ১৫ মার্চ ড. ওয়ালিউজ্জামান এর মৃত্যুদিবসে স্মরণসভা ও বৃত্তি প্রদান করা হয়ে থাকে।
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৫ জন ট্যালেন্টপুলে ও প্রতি ইউনিয়ন থেকে ৩ জন করে মোট ৪৫ জনকে সাধারণ গ্রেডে বৃত্তি এক কালিন এ বৃত্তি প্রদান করা হয়।
প্রধান অতিথি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও বৃত্তির এককালিন অর্থ তুলে দেন। এসময় ইবি’র ভিসি কোমলমতি শিশুদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য তুলে ধরেন।