ঝিনাইদহ সদরটপ লিড

ঈদ উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে ঝিনাইদহের বিনোদন স্পটগুলো

ঝিনাইদহের চোখঃ

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের দিন থেকে সপ্তাহব্যাপী দর্শক টানতে নানা প্রস্তুতি নিচ্ছে ঝিনাইদহের বিনোদন স্পটগুলো। চলছে ধোয়া, মোছা, পরিচর্যা আর নতুন নতুন রাইডার স্থাপনের কাজ। উদ্দেশ্যে, গত কয়েক মাসের দর্শক খরায় লোকসানের হিসাব চোকানোর। সকাল থেকে রাত অবধি নানা পরিচর্যায় ব্যস্ত বিনোদন কেন্দ্রগুলোর মালিক-শ্রমিকরা।

ঝিনাইদহ শহর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত জোহান ড্রীম ভ্যালি পার্ক এন্ড পিকনিক স্পট। গত কয়েক মাসে দর্শনার্থী না থাকায় আয়ের থেকে ব্যয় হয়েছে বেশি। তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগত দর্শনার্থীদের বিনোদন দিতে তারা ব্যস্ত পার্কটি সাজাতে।

পার্কের ম্যানেজার হাসানুজ্জামান বাবু বলেন, এবারের ঈদে দর্শনার্থীদের আনন্দ দিতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, ১২৫ বিঘা জমির উপর অবস্থিত এ পার্কে ২৫ টি ভিআইপি পিকনিক স্পট রয়েছে। এছাড়াও এখানে রয়েছে জেট কোস্টার, কেইভ ট্রেন, পাইরেট শীপ, প্যাডেল বোট, ওয়াটার রিক্সা, ফানি এ্যাডভেঞ্চার, নাগর দোলা, সুইং চেয়ার, কিডস জোনসহ নানা রাইডস। ঈদুল ফিতর উপলক্ষে দেওয়া হয়েছে বিশেষ ছাড়।

শহরের নবগঙ্গা নদীর তীরে অবস্থিত প্রান্তিক সাংস্কৃতিক পল্লী এন্ড শিশু পার্কের স্বত্তাধীকারী নাজিম উদ্দিন জুলিয়াস বলেন, কয়েক মাস আগে শিশু পার্কটি উদ্বোধন করা হয়েছে। তবে মূলত পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে পার্কটি সাজানো হয়েছে। এখন চলছে শেষ সময়ের প্রস্তুতি। দর্শনার্থী টানতে সংযোজন করা হয়েছে নতুন নতুন রাইডার।

শহরের তামান্না পার্কের ম্যানেজার রুহুল আমিন বলেন, ঈদ উপলক্ষে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। পূর্বে ৫ টি টিকিট ১৫০ টাকা ছিল। এবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তার মুল্যে ধরা হয়েছে ১’শ টাকা।

জোহান ড্রীম ভ্যালি পার্ক এন্ড পিকনিক স্পটের স্বত্তাধীকারী মোয়াজ্জেম হোসেন বলেন, এপ্রিল থেকে নভেম্বর মাস পর্যন্ত মূলত পার্কের ডাউন সিজন। এসময় দর্শনাথী থাকে না। যে কারণে ব্যবসায় লোকসান গুনতে হয়। ঈদের দিন থেকে শুরু করে ৫ দিন পার্কে ভিড় থাকবে। এই ক’দিনে ৩৫ থেকে ৪০ হাজার দর্শনার্থী আসবে বলে আশা করছি।

এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান বলেন, শহরের বিনোদন কেন্দ্রগুলোতে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সদস্য নিয়োজিত থাকবে। যেকোন প্রকার বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সদা তৎপর থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button