ঝিনাইদহে শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
ঝিনাইদহের চোখঃ
“শিশু শ্রম নয়, শিশুর জীবন হোক স্বপ্নময়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সৃজনী বাংলাদেশের আয়োজনে ও ইউকে এইড এর অর্থায়নে শহরে কলাবাগান এলাকা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোষ্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে উন্নয়ন কর্মী, অভিভাবক ও শিশুরা অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন সৃজনী বাংলাদেশের সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মোজাম্মেল হক, রেডিও ঝিনুকের স্টেশন ম্যানেজার পারভীন নাহার, প্রোটেকশন অফ ওয়ার্কিং চিল্ড্রেন প্রকল্পের প্রজেক্ট অফিসার দিলারা শারমীন শান্তাসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা শিশুশ্রম বন্ধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আরো কঠোর হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।