ঝিনাইদহে অভিনব কায়দায় চুরি
সাবজাল হোসেন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ কালীগঞ্জের পল্লীতে এক বিকাশ এজেন্টের দোকানে অভিনব পদ্ধতিতে চুরি সংঘঠিত হয়েছে। এতে ওই ব্যবসায়ীর নগদ টাকা, মোবাইলসেটসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে উপজেলার কোলাবাজারে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি সাধারন ডাইয়েরী করা হয়েছে।
ক্ষতিগ্রস্থ বিকাশ এজেন্ট নজরুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় শনিবার সকালেও তার ব্যবসায়ী প্রতিষ্ঠান উপজেলার কোলাবাজারে দোকান খুলতে যান। দোকানের ২ দিকের দরজার মধ্যে একদিকের দরজার তালা খুলে নগদ ৪০ হাজার টাকা ও ৮ টি মোবাইল সেট ভর্তি ব্যাগটি ভিতরে রেখে অন্যপাশের তালা খুলতে যান। ওই তালাটিতে হাত দিয়ে দেখেন এর ভিতরে তরল জাতীয় কিছু দেয়া। বেশ সময় ধরে চেষ্টা করে ব্যর্থ হয়ে এক পর্যায়ে দোকানের মধ্যে প্রবেশ করেন। এরপর দেখেন দোকানের টেবিলের ওপর রাখা তার ব্যাগটি নেই।
তিনি আরও বলেন,বিকাশের সাথে তিনি বিভিন্ন সিম কোম্পানীর ফ্লেক্সিলোডের ব্যবসা করেন। সে কারনে মোবাইলে লোড দেয়া টাকাও ছিল। সে মোবাইলগুলোই চুরি গেছে। এখন কোম্পানীতে জানিয়ে মোবাইলে লোডের টাকাগুলো বন্ধ করতে পেরেছেন। কিন্ত নগদ টাকা ও সেট মিলে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
কোলাবাজার পুলিশ ফাঁড়ির আই.সি আবুল কাশেম জানান, বিষয়টি তিনি শুনে উদ্ধারের চেষ্টা করছেন।