ঝিনাইদহে মুয়াজ্জিন হত্যায় স্বামী-স্ত্রী গ্রেফতার, চাপাতি উদ্ধার
#সাদ্দাম হোসেন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদরে মুয়াজ্জিন সোহেল রানা হত্যা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে ও আজ সকালে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত চাপাতি ও নিহতের মোবাইল ফোন।
দুপুর প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, সোহেল রানা হত্যার ঘটনায় তার প্রেমিকা জুলিয়াকে গেল রাতে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক হত্যাকান্ডের মুল হোতা জুলিয়ার স্বামী রাজু আহম্মেদকে সদর উপজেলার বাগুটিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। মুলত স্ত্রীর সাথে পরকীয়ার কারণে সোহেল রানাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে স্বামী রাজু আহম্মেদ ও তার সহযোগীরা। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।
মঙ্গলবার সকালে বাগুটিয়া গ্রামের মাঠের পাট ক্ষেত মাঠ থেকে মুয়াজ্জিন সোহেল রানার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাতে নিহতের ভাই রিংকু হোসেন বাদি হয়ে অজ্ঞাতদের আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।