ক্যাম্পাসটপ লিড

প্রশ্ন তৈরি ও যাচাইয়ে ভুল থাকায় ঝিনাইদহের ২জনসহ ২০ শিক্ষকের শাস্তি

#ঝিনাইদহের চোখঃ

এসএসসি পরীক্ষায় প্রশ্ন তৈরি ও যাচাই বাছাইয়ে ভুল করায় যশোর বোর্ডের ২০ শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

যশোর শিক্ষা বোর্ড সূত্র জানায়, গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ইসলাম ও নৈতিক শিক্ষা, গণিত এবং উচ্চতর গণিত বিষয়ের প্রশ্নপত্রে বিভিন্ন ধরনের ভুল করেন যশোর শিক্ষা বোর্ডের ২০ শিক্ষক। ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ওইসব শিক্ষকের ভুল ধরা পড়ে। প্রশ্নে ভুলের বিষয়টি ঢাকা শিক্ষা বোর্ড থেকে যশোর বোর্ডকে জানানো হয়। এ কারণে খুলনা বিভাগের নয় জেলার ২০ শিক্ষককে আগামী চার বছরের জন্য পাবলিক পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে যশোর শিক্ষা বোর্ড।

যে শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত নেয়া হয়েছে তারা হলেন-খুলনা জিলা স্কুলের সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদাউস, সঞ্জয় কুমার বিশ্বাস, বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাইজুল ইসলাম, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজউদ্দীন, নড়াইল সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক আবু তৈয়াব, ঝিনাইদহের রায়গ্রাম বানীকান্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুন নবী, যশোর পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়ার রহমান, কুষ্টিয়ার রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রশীদ, খুলনা এসওএস হারমান জেমিনার স্কুলের সহকারী শিক্ষক দীপক কুমার বিশ্বাস, যশোর জিলা স্কুলের সহকারী শিক্ষক জামাল উদ্দিন, যশোর আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমির সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, দীলিপ কুমার বিশ্বাস, ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহব্বত হোসেন, বর্ডার গার্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু দাউদ, নড়াইলের পার্ব্বতী বিদ্যাপীঠের সহকারী শিক্ষক অলোক রজ্ঞন পাল, বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ খুলনার সহকারী শিক্ষক আলী আকবর, চুয়াডাঙ্গার ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুল ইসলাম ও যশোর মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূর ইসলাম।

গত ১৩ জুন শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তের চিঠি এরই মধ্যে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানান, প্রশ্ন তৈরি ও যাচাই-বাছাইয়ে ভুল করা শিক্ষকদের বিরুদ্ধে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষকদের কাছ থেকে এ ধরনের ভুল আশা করা যায় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button