শান্ত হোক সকল অন্ধকার—এম হাসান মুসা
ঝিনাইদহের চোখঃ
“নিদ্রাহীন”
নির্ঘুম রাত্রি যাপনে আমার কোন অনীহা নেই বরং,
ব্যথাগুলো আরো খানিকটা মানবী হয়ে ওঠে।
একটুকরো বিছানা পাতা আমার নিত্য কর্ম,
তাতে পিঠ এলিয়ে কুম্ভকর্ণকে শেষ কবে হার মানিয়েছি- মনে নেই।
এখন শুধুই ঘুমের বড়ির অপচয়।
অনাকাংখিত মানব জীবন! অনাকাংখিত অসংগতি!
আর তার উত্তাপ! আমার গোরা গায়ে এঁকেছে শতেক ক্ষত চিহ্ন!
কোন ব্যথা নেই, জ্বালা নেই, আছে একান্ত অন্তর্দহন!
আজো পিঠ এলিয়ে আছি পূর্বমত।
দ্যুতিময় স্বপ্নবর্তিকা হাতে তুমি ছুটছ অনন্তে-
বিরামহীন, ক্লান্তিহীন, দ্বিধাহীন।
আমি একা চালিয়ে যাচ্ছি নিশি কথনের বৃথা চেষ্টা;
চোখ আমার হার মেনেছে কবে!
তাতে কোন ক্ষোভ বা দুঃখ নেই।
বাঁ পাশে হাত রেখে নিশ্চিত হলাম- আমি জীবিত।
তাৎপর্যহীন নিয়মবাঁধা চলাফেরা।
উদ্দামতাকে ছাই চাপা করে নিজের সহজাত করেছি নিয়মানুবর্তিতা!
আমি কর্তব্য নিয়েই ভালো আছি।
পাঁজি দেখে মাহেন্দ্র ক্ষণে ভালোবাসার হাত ধরেছিলাম- তাইতো,
শেষমেশ উপাধি নিলাম ”নিদ্রাহীন।”