ঝিনাইদহে পাট চাষীদের প্রশিক্ষণ সম্পন্ন
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সদর এর যৌথ আয়োজনে হ দিনব্যাপি কৃষকদের নিয়ে পাট চাষী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।“উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ ঋৎপাদন এবং স¤প্রষারণ প্রকল্প” এর আওতায় শতাাধিক কৃষক অংশ নেয়।
সোমবার বিকালে সদর উপজেলা পরিষদ হলরুমে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশীদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার মুহঃ মোফাকখারুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল,মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত ।
সমাপনী অনুষ্ঠানের আলোচনায় সদর উপজেলা কৃষি অফিসার মুহঃ মোফাকখারুল ইসলাম অংশগ্রহনকারী কৃষকদের উদ্দেশ্য পাট চাষ নিয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা রাখেন।এয়াড়াও পাটচাষীদের প্রশিক্ষন দিয়ে চাষ পদ্ধতি সম্পর্কে অবহিত করেন।