ক্যাম্পাসশৈলকুপা

গুজব-গণপিটুনী রোধে শৈলকুপা পুলিশের সচেতনতা সভা

#টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ

ছেলেধরা সন্দেহে গুজব ছড়ানো ও গগণপিটুনি বিরোধী এবং পদ্মা সেতু নির্মাণে মানুষের মাথা ও রক্ত লাগবে ইত্যাদি বিষয়ে সচেতনতামূলক সভা করেছে ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশ।

শনিবার দুপুরে উপজেলার বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বজলুর রহমান তার বক্তব্যে শিক্ষক ও ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, পদ্মা সেতুতে রক্ত ও মাথা এবং ছেলেধরা সন্দেহ ইত্যাদি বিষয় সম্পূর্ণ গুজব। কিছু দুস্কৃতি ব্যক্তিরা তাদের স্বার্থ্য হাসিলের জন্য এবং আইন শৃংখলা অবনতি ও সরকারের ভাবমুর্তি নষ্টের উদ্দেশ্যে গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এছাড়াও তিনি এ বিষয়ে ছাত্রছাত্র দের সচেতন থাকার আহবান জানান। এবং শিক্ষকদের ক্লাসপাঠের সময় ছাত্রছাত্রীদের সচেতনতামূলক বক্তব্য রাখার অনুরোধ করেন।

তিনি আরো বলেন, যদি কাউকে ছেলেধরা সন্দেহ মনে করেন আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে খবর দিন। পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

এ সচেতনতামূলক সভায় এসআই উত্তম কুমার, বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button