ঝিনাইদহে গরু হাটে ক্রেতা নেই, লোকসানের আশংকা (ভিডিও সহ)
#ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে কোরবানীর ঈদকে সামনে রেখে গরু মোটাতাজা করণের কাজ শেষ হয়েছে। এখন খামারীরা বিভিন্ন বাজারে গরু বিক্রির জন্য নিয়ে যাচ্ছে। গত বছরের তুলনায় এবার গরুর খাদ্যর দাম বেশি হওয়ায় যেমন দু:শ্চিন্তায় রয়েছেন তেমনি শেষ মুহূর্তে বাজারে গরুর আমদানি বেশি হওয়ায় নির্ধারিত মুল্য না পাওয়ায় লোকসানের আশংকা করছেন খামারিরা।
আর কয়েকদিন পরই কোরবানীর ঈদ, সে উপলক্ষে জেলার ছয়টি উপজেলার ২৪৭টি খামার ও গৃহস্তরা গরু মোটাতাজা করনের কাজ ইতিমধ্যেই শেষ করেছেন। এক বছর ধরে লালন পালন করে গমের ভূষি, খৈল, খড়, কাচা ঘাস সহ অন্যান্য খাবার খাওয়ায়ে গরুকে দেশীয় পদ্ধতিতে মোটা-তাজা করণ করা হয়েছে বাজারে বিক্রী করার জন্য। আবার একদিকে ব্যাপারিরা কমমুল্যে গরু ক্রয় করে ঢাকা, চট্রগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বেশি লাভের আশায় নিয়ে যাচ্ছে।
জেলা প্রানী সম্পদের কার্যালয় থেকে বলা হয়েছে, স্থানীয় বাজারে গরুর দাম না পাওয়ায় খামারিরা হতাশায় পড়েছেন। প্রতিটা বাজারে গরুর আমদানি বেশি হওয়ায় একদিকে গরুর দাম কমে যাচ্ছে। আবার কৃষক ও ক্রেতাদের হাতে টাকা না থাকায় তারা পছন্দের গরু পাচ্ছে না ক্রয় করতে। শেষ মূহূর্তে বাজারে যদি গরুর দাম বৃদ্ধি পাই তবে খামারিরা লাভের মুখ দেখতে পাবে। প্রস্তুত রয়েছে প্রায় ১লাখ ২২হাজার গরু।
এ দিকে পুলিশ সুপার জানিয়েছেন, এ জেলায় ২৭টি পশুর হাটে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটা হাটে পুলিশের কন্ট্রোল রুমের পাশা-পাশি টহল দল ও জাল টাকা প্রতিরোধে সনাক্তকারী মেশিন বসানো হয়েছে। যাতে কোন প্রকার আইন-শৃঙ্খলা বিঘœ বা কেও প্রতারনার স্বীকার না হয়।