পাঠকের কথা
ভালো থেকো তুমি–হাবিবুর রহমান রিজু
#ঝিনাইদহের চোখঃ
যদিও সঙ্গে থাকো না তুমি
তবুও বাতাস আমায় বলে যায়
কেমন আছো তুমি।
কালের চাকা ঘোরে বদলায় পৃথিবী
বদলায় না শুধু তোমার স্মৃতি
বিরহ ব্যথায় বিহগ কেঁদে কয়
মনের মণিকোঠায় শুধু তুমি।
গ্রীষ্ম দহণে তৃষাতুর চাতক পাখি
প্রতীক্ষায় থাকে উর্ধ্বে নয়ন মেলি
তোমার পথে অমনি চেয়ে থাকি
বর্ষা হয়ে কোনদিন আসবে তুমি।
যদিও সঙ্গে থাকোনা তুমি
রাত যখন জোছনায় ওঠে হেসে
হাসনাহেনার গন্ধে বাতাসে ভেসে
আমার কাছে অভিসারে আসো তুমি।
বসন্তে ফুল ফোটে কুহুতান শুনি
মন আনচান করে তৃষ্ণা বাড়ায়
ভ্রমর গুনগুনিয়ে আমায় বলে যায়
কেমন আছো তুমি।
অলস দুপুরে আনমনা মন একাকি
ভালোবাসা চাই ভালোবাসিতে চাই
চুপিচুপি বাজাই ভালোবাসার রাগিনী
ভালো থেকো ভালোথেকো ভালো থেকো তুমি।