বাসায় ফিরে ডেঙ্গু প্রতিরোধে যা করবেন
#ঝিনাইদহের চোখঃ
ঈদের ছুটি শেষে বাসায় ফিরে ডেঙ্গু প্রতিরোধে কিছু জরুরি কাজ করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বাসায় মশা নিধনের স্প্রে থাকলে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি ঘরের মূল দরজা খুলে ঘরে ঢুকবেন। দরজা-জানালা বন্ধ অবস্থায় ঘরের আনাচে-কানাচে, পর্দার পেছনে, খাটের নিচে স্প্রে করবেন।
শিশু, বয়স্ক ব্যক্তি এবং গর্ভবতী নারীদের প্রথমে ঘরে ঢুকতে দেবেন না।
মশার স্প্রে ব্যবহারের পর প্রাপ্তবয়স্ক ব্যক্তি ঘর থেকে বেরিয়ে যাবেন ও আধা ঘণ্টা অপেক্ষা করবেন। আধা ঘণ্টা পর আবার ঘরে ঢুকে সব দরজা-জানালা খুলে দেবেন।
কমোড ফ্ল্যাশ করবেন এবং বেসিনের ট্যাপ ছেড়ে দেবেন।
মশা নিধনের স্প্রে না থাকলে
সবাই একসঙ্গে ঘরে না ঢুকে প্রথমে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তি রুমে ঢুকে সব দরজা-জানালা খুলে দেবেন। সব ফ্যান ছেড়ে দেবেন। কমোড ফ্ল্যাশ করবেন, বেসিনের ট্যাপ ছেড়ে দেবেন।
এ কাজগুলো করার পর পরিবারের অন্য সদস্যরা ঘরে ঢুকবেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরে সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নিয়মিত পর্যালোচনা সভা শেষে এসব পরামর্শ দেয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরে রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনাসহ অন্যারা।