মহেশপুর

ঝিনাইদহে এক বৃক্ষপ্রেমীর “মন্ডল বৃক্ষাশ্রম”

#ঝিনাইদহের চোখঃ

ঝিনাইদহের মহেশপুরের বৃক্ষপ্রেমী ইশারত মণ্ডল এর “মন্ডল বৃক্ষাশ্রম, মহেশপুর”এ সংগ্রহে আছে ৪০০ টির দেশি-বিদেশি ঔষধী গাছ। অল্প কিছু জমির মধ্যে বৃক্ষ প্রেমিক ইশারত মণ্ডল দীর্ঘ ১০ বছর যাবৎ ঔষধী গাছ নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন।

উপজেলা পর্যায়ে এ ধরনের গবেষকের বিশেষ প্রয়োজন। অল্প দিনে এ ধরনের গবেষক উপজেলা পর্যায়ে গাছ নিয়ে গবেষণা চালিয়ে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

মহেশপুর উপজেলা পরিষদের সামনে তার বৃক্ষ গবেষণাগার, প্রতিনিয়ত দেশ-বিদেশের বিভিন্ন পর্যবেক্ষক তার গবেষণাগারে ভিড় জমাচ্ছেন।

এলাকাবাসীর দাবি বৃক্ষ গবেষক ইশারত মন্ডলের সহযোগিতায় সরকার এগিয়ে আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button