ল্যাম্পপোস্ট—গুলজার হোসেন গরিব
#ঝিনাইদহের চোখঃ
একটা ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে আছে,বিদ্যুৎ সংযোগ নেই।
আলোকিত হবার জন্য ল্যাম্পপোস্টের কাছে ভীড়,
অপেক্ষা করতে করতে ঘর বেঁধেছে ল্যাম্পপোস্টের নিচে।
মানিয়ে নিয়েছে অপেক্ষা,আলোকিত হবার আশায়।
মানিয়ে নিতে নিতে কখন যে একদম ভুলে গেছে
ল্যাম্পপোস্টে সংযোগ নেই। দিন-কাল-যুগ-শতাব্দী
পার হয়ে এখনো অন্ধকার, দিনেও বেশি অন্ধকার।
এখন আলো বলতে ল্যাম্পপোস্ট। অন্ধকারে থাকার
যে দুঃখ পেয়ে ল্যাম্পপোস্টে আসা,সেটা মনে নেই।
এখন নতুন প্রজন্মরাও জানে ল্যাম্পপোস্ট-ই আলো।
আলো দেখার জ্ঞানচক্ষু উপড়ে দিয়েছে পূর্বপুরুষেরা,
তাই বিশ্বাস জন্মেছে প্রজন্মে ল্যাম্পপোস্ট-ই আলোকর।
যদি আলোকিত কেউ আসে,উপহাসের বলী হয়
ল্যাম্পপোস্টের নিচে বসবাসরত জনপদে।
অন্ধের দেশে তিন চক্ষুওয়ালা রাজাও অন্ধ।
এই জনপদ আলোদ্বারা পথ চলে না,পথ চলে বিশ্বাসে,
বিশ্বাস এদের আলো,আলো এদের অন্ধকার।
টপকে গেছে কেউ এই ল্যাম্পপোস্টের সীমান্ত,
আসল আলোর সন্ধানে,বার্তা এসেছে আলো দেখেছে।
এখানে এখনো সেই ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে আছে,
সংযোগ নেই, বাল্ব নেই,জনপদও বেঁচে আছে,
ল্যাম্পপোস্ট-ই আলো এই আত্মবিশ্বাসে।