ঝিনাইদহে বিডা’র উদ্যোক্তা সৃষ্টি ও দাতা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণের উদ্বোধন
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে প্রধানমন্ত্রীর কার্যালয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ণ কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক গৃহীত উদ্যোক্তা সৃষ্টি ও দাতা উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার শহরের চাকলাপাড়া সার্কিট হাউজ এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সেসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: রবিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো: আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, সদর উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) ফাতেমা-তুজ-জোহরা।
এসময় জেলার ৩শত ৭৫ জন নতুন উদ্যোক্তা সৃষ্টি ও তাদের দাতা উন্নয়ন সম্মন্ধে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রকল্প কার্যক্রমের উদ্বোধন করা হয়। ১৫ মাস ব্যাপী চলা এই প্রশিক্ষণ প্রকল্পের প্রত্যেক ব্যাচে ২৫ জন করে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গেছে। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের প্রধান ট্রেনার আবুল কালাম আজাদ।