১৪ অক্টোবর মহেশপুর ৫ম উপজেলা পরিষদ নির্বাচন
জাহিদুল ইসলাম, ঝিনাইদহের চোখঃ
১৪ই অক্টোবর মহেশপুর ৫ম উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে ২জন চেয়ারম্যান প্রার্থী ও ১১জন ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। তার মধ্যে ৬জন ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ৫ জন।
গত চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচন ২০১৪ সালের ২৭ শে ফেব্রæয়ারী অনুষ্ঠিত হয়েছিল। সে নির্বাচনে আওয়ামীলীগ-বিএনপি ও জামায়াত সহ ৬ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেছিল।
এরমধ্যে বর্তমান চেয়ারম্যান জামায়াত সমর্থিত আব্দুল হাই নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী ছিল বর্তামান আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী ময়জদ্দীন হামীদ। মহেশপুরে বিগত ৪টি উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমটিতে বজলুর রহমান(জাতীয় পার্টি), ২য় নির্বাচনে আব্দুল মালেক মাষ্টার(জামায়াত),
৩য় নির্বাচনে বর্তামান চেয়ারম্যান প্রার্থী ময়জদ্দীন হামীদ(আওয়ামীলীগ),
৪র্থ নির্বাচনে আব্দুল হাই(জামায়াত)।
পঞ্চম উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়জদ্দীন হামীদ এবং বিএনপির সাবেক পৌর কমিটির সাধারন সম্পাদক শেখ শাহাজামান মোহন প্রতিদ্বন্দিতা করছে।
ভাইস চেয়ারম্যান পদে মুকুল গাজী(চশমা), আজিজুর রহমান আজা(টিউবয়েল), মনিরুল ইসলাম(মাইক), লক্ষন হালদার(তালা), তরিকুল ইসলাম(উড়ো জাহাজ) ও বিলাল হোসেন(টিয়া পাখি) প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে হাসিনা খাতুন হেনা(হাঁস), রেহেনা খাতুন(পদ্ম ফুল), শামিমা সুলতানা শিউলী(ফুটবল), ইশরাত জাহান মিলি(সেলাই মেশিন), নাসরিন খাতুন(কলশ) প্রতিক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করছে। রিটার্নি অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, শন্তিপূর্ন ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারা সব ধরনের ব্যবস্থা গ্রহন করেছে।