সদর ইউএনও ও সাংবাদিক রাসেলের উপকারের কথা জীবণেও ভুলবো না
রাসেল আহাম্মেদ, ঝিনাইদহের চোখঃ
সংবাদ প্রকাশের পর সরকারি ঘর পেলেন সেই হতদরিদ্র বাবু মিয়া (৩৫)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের সাহেবনগর গ্রামের মৃতঃ খালেক মিয়ার একমাত্র ছেলে ।
সরকারি ঘর পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েছেন হতদরিদ্র বাবু মিয়া । অশ্রুশিক্ত হয়ে সাংবাদিককে জানান, হতদরিদ্র পরিবারে জন্ম বাবু মিয়ার, ছোট বেলায় বাবাকে হারিয়ে অনেক কষ্ট আর দুঃখে মানুষ হয়েছে, ভাঙা ঘর নিয়ে জীবন যাপন করতে হয়েছে তাকে, সরকারি ঘর পাবো কখনও ভাবিনি। স্বপ্নের মতো মনে হচ্ছে সরকারি ঘর টা ।
ঝিনাইদহ ইউএন শাম্মী ইসলাম আমাকে আশ্বাস দেয় যে সরকারি প্রকল্পে জমি আছে ঘর নাই এই প্রকল্প সরকারি ঘর দিবে আমাকে। ঘর পাওয়ার খবর শুনে আমার পরাণটা জুড়িয়ে গেছিলো তখন, সদর ইউএনও ও সাংবাদিক রাসেলের উপকারের কথা জীবণেও ভুলবো না।
ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী অফিসার শাম্মী ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবু মিয়াও তার পরিবার, বাবু মিয়ার পরিবার বলেন, সদর উপজেলা ইউএনও মহোদয় আমাদের অসহায়ত্ব দেখে যে সরকারি ঘর পাওয়ার ব্যবস্থা করে দিয়ছেন। আল্লাহ জেনো ঝিনাইদহ ইউএনও শাম্মী ইসলামের সবসময় মঙ্গল করেন।