ডাকবাংলায় বাজার মনিটরিং
ওমর ফারুক, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা, ত্রিমোহনী ও বৈডাঙ্গাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফানুল হক ও রাকিবুল ইসলাম এর নেতৃত্বে ২০ নভেম্বর (বুধবার) সকাল ১১ টার সময় ত্রিমোহনী জোহান এগ্রো,ইফাদ অটো রাইচ,ওসমান গনি অটো রাইচ ও আলতাফ বাচাই অটোসহ কয়েকটি মুদি দোকান মনিটরিং করেন।
মুদি ও অটো রাইচ মিল মালিকদের মুল্যতালিকার বাহিরে দ্রব্যমূল্য বিক্রি না করার পরামার্শ দেন, এবং বাজারে পাইকারি ও খুচরা দোকান সমূহ পরিদর্শন করে।
পরিদর্শন কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম ও ইরফানুল হক বলেন, পরিস্কার পরিছন্নতা, দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল খাদ্যদ্রব্য বিক্রয় থেকে বিরত থাকতে ব্যবসায়ী মহল সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহব্বান জানান। এই সময় ব্যবসায়ী মহলকে মুল্য তালিকার বাহিরে কোন ধরণের বাড়তি আয়ের আশায় দ্রব্যমূল্য বিক্রি না করতে নির্দেশনা প্রদান করেন। বাজার মনিটরিং এর সময় উপস্থিত ছিলেন,সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল-মামুন , ত্রিমহনী চাউল কল মিল মালিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক আক্তার ভান্ডারী, বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন, আলমগীর হোসেন প্রমূখ।