সরকারী কিসি কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
মিশন আলী, ঝিনাইদহের চোখ
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঝিনাইদহ সরকারি কে,সি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ঝিনাইদহ সরকারি কে,সি কলেজের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনী দেশের বিভিন্ন স্থানে থেকে রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনীর সহযোগিতায় দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের কে হত্যা করে।
শহিদ বুদ্ধিজীবীদের সরণে আজ সাকাল ১০টার সময় ১মিনিট নিরাবতা পালন করা হয়। এই সাময় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কে,সি কলেজের অধক্ষ প্রফেসর ড.বিএম রেজাউল করিম।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। ঝিনাইদহ সরকারি কে,সি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অশোক কুমার মৌলিক। এই সাময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ সরকারি কে,সি কলেজের ছত্রলীগের সভাপতি রেজউনুল হক রিপন। এই সময় অনুষ্ঠানের সভাপতিক্ত করেণ পিযুস কুমার দাস