ঝিনাইদহে প্রয়াত কমরেড আব্দুস সালামের শোকসভা অনুষ্ঠিত
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের বিশিষ্ট কমিউনিস্ট নেতা আ-জীবন বিল্পবী বিশিষ্ট কৃষক নেতা,বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাবেক পলিট ব্যুরো সদস্য ও বাংলাদেশ আখচাষী ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি কমরেড আব্দুস সালামের প্রয়াণে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে ০৮ জানুয়ারী বুধবার সকালে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়।
শোক সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) ঝিনাইদহ জেলার সভাপতি কমরেড মোফাজ্জেল হোসেন মন্জুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখে গণসংহতি আন্দোলনের ঝিনাইদহ জেলা সমন্বয়ক কমঃ নজরুল ইসলাম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় বিকল্প সদস্য কমঃ শামছুর রহমান আকতার, ঝিনাইদহ জেলা বাসদ সমন্বয়ক কমঃ এ্যাডঃ আসাদুল ইসলাম আসাদ, জাতীয় গণফ্রন্ট ঝিনাইদহ জেলা সমন্বয়ক কমরেড নেহাল উদ্দীন আহম্মেদ সোহেল, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি কমরেড মোজাম্মেল হোসেন,ওয়ার্কার্স পার্টি মার্কসবাদী কেন্দীয় সংগঠক কমঃ সাহিদুল এনাম পল্লব, কমরেড ইলামিত্র স্মৃতি সংরক্ষণ কমিটি ও জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি কমরেড সুজন বিপ্লব বিশ্বাস, বিপ্লবী ছাত্রৈমত্রী ঝিনাইদহ জেলার সাবেক সভাপতি রাজু আহম্মেদ, গণসংহতি আন্দোলন জেলা সংগঠক আশরাফ আহম্মেদ , জেলা বাসদ সদস্য মমিনুর রহমান মিটুল প্রমুখ।
সভার শুরুতে কমরেড আব্দুস সালামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। শোক সভা টি পরিচালনা করে বাসদ জেলা সংগঠক আছাদুর রহমান।