টিপু সুলতান, ঝিনাইদহের চোখঃ
সম্পর্কে দু’জনে ফুফাতো মামাতো ভাইবোন। দীর্ঘদিন প্রনয় শেষে পারিবারের অমতেই গত দু’মাস আগে গোঁপনে কাজী অফিসে বিয়ে করে আবির ও রুমী।
আবির কুষ্টিয়া থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা ও রুমী উপজেলার মরিয়ম নেছা গার্লস স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী। পরিবারের অমতে বিয়ে করলেও ছেলে মেয়েদের সুখের কথা ভেবে উভয়ই পরিবার মেনে নিতে বাধ্য হয়। তবে দু’মাস না পেরুতেই দাম্পত্য জীবনে শুরু হয় কলহ।
এভাবেই কথাগুলো বলছে আবিরের চাচাতো ভাই অনিক হাসান। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল গ্রামে।
বিষপানকৃত স্বামী-স্ত্রী একই গ্রামের পিকুল খন্দকারের ছেলে আবির ও মোজ্জামেল হকের মেয়ে রুমী আক্তার। পরিবার সুত্রে জানা যায়, আবিরের সাথে রুমীর দাম্পত্য সুত্র ধরেই সকালে কথা-কাটাকাটি হয়। সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উভয়ই বিষপান করে। পরে তাদেরকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এঘটনায় জরুরী বিভাগে ডাক্তার মাহবুব হোসেন জানান , স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপানে ভর্তি আছে। বর্তমানে তারা আশংকা মুক্ত।