মিশন আলী, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় হযরত আলী নামে এক ব্যক্তি তার কন্যা শিশুকে ছাদ থেকে ফেলে হত্যা করেছেন— এমন অভিযোগ উঠেছে।
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে মরিয়ম খাতুন নামে ছয় বছর বয়সী শিশুটির মৃত্যু হয়। এর আগে সকালে উপজেলার চাপালী গ্রামে এই ঘটনা ঘটে।
স্বজনের দাবি, হযরত মানসিকভাবে সুস্থ নন। তারা জানান, হযরত তার মালিকানাধীন মোটর গ্যারেজে কাজ করার সময় গাড়ির চাকা বিস্ফোরণে শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার শিকার হন। এরপর থেকে তিনি অস্বাভাবিক আচরণ করতেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান বলেন, আমরা শুনেছি হযরত আলী ছাদ থেকে তার মেয়েকে ফেলে দিয়েছেন। মরদেহের ময়নাতদন্ত হলে বিস্তারিত জানা যাবে। আমরা এটাও জেনেছি, তিনি মানসিকভাবে সুস্থ নন।
প্রতিবেশীরা জানান, সকালে হযরত আলী তার মেয়েকে বেধড়ক পিটুনি দেন। এরপর কোনো এক সময় ছাদ থেকে ফেলে দিয়েছেন। মরিয়মকে প্রথমে কালীগঞ্জ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে যশোর থেকে বলা হয়, মরিয়মের উন্নত চিকিৎসা প্রয়োজন। দ্রুততম সময়ে ঢাকায় নিতে হবে।