খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার তালসার বাজার থেকে স্বর্ণ চোরাকারবারী মোঃ মোখলেছুর রহমান (৫৫), কে আটক করেছে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন (বিজিবি)। সে উপজেলার ভৈরবা গ্রামের করিম বিশ^াস এর ছেলে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের আমজাদ হোসেনের ছেলে মোঃ রতন মিয়া (৪০) ও একই সাথে মোবাইল কললিষ্ট অনুসন্ধান করে মহেশপুর উপজেলার বাঘাডাংগা গ্রামের আজিজুল মন্ডলের ছেলে মোঃ মতিয়ার রহমান (৪৮) কে আটক করা হয়েছে।
আটককৃতদের কাছ থেকে ৪১,৫০০ ইউএস ডলার, ০২টি স্যামসাং ও ০১টি নোকিয়া মোবাইল ফোন, নগদ ৯৩৮৪০ টাকা, ০১টি মোটর সাইকেল এবং ৬১ কেজি সিটি গোল্ড আটক করা হয়।
সূত্র আরও জানায়, আটককৃত মোখলেছুর রহমান ও মোঃ রতন মিয়া স্বীকার করে যে, তারা আজ সকালে ৬টি সোনার বার ভারতে পাচার করেছে এবং উক্ত স্বর্ণের দাম হিসেবে মোট ৪১,৫০০ ইউএস ডলার সংগ্রহ করেছে।