কালীগঞ্জে ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে আহত ৫
মিশন আলী, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর নামক স্থানে তিন ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছেন। সোমবার, ২৭ জানুয়ারি দুপুর দেড়টার দিকে কালীগঞ্জ যশোর মহাসড়কের রঘুনাথপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে শাহিদুল ইসলাম (৩৩) নামে এক ট্রাক চালকের অবস্থা গুরুত্বর। সে বগুড়ার গয়নাকুরি গ্রামের নুরুজ্জামানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নওয়াপাড়া থেকে ছেড়ে আসা কয়লা বোঝাই একটি ট্রাক বগুড়া যাচ্ছিল। এ সময় অপরদিক থেকে আসা বালি বোঝাই ট্রাকের সাথে রঘুনাথপুর নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এমন সময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে তিন ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপারসহ ৫ জন আহত হয়।
খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরমধ্যে একটি ট্রাকের চালক শাহিদুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মুহা: মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।