হরিণাকুণ্ডুতে শ্রী শ্রী সরস্বতীপূজা অনুষ্ঠিত
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
হরিণাকুণ্ডুতে বসন্ত পঞ্চমীতে শ্রী শ্রী সরস্বতীপূজা অনুষ্ঠিত হচ্ছে।
এবছর বুধ ও বৃহস্পতিবার মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি , ঠাকুররা যাকে বলে বসন্ত পঞ্চমী তিথি । এ পুণ্য তিথিতে সরস্বথী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরুপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্ততে মন্ত্র উচ্চারণ করে বাঙ্গালি সনাতন ধর্মবিশ্বাসীরা বিশেষ করে শিক্ষার্থীরা বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠত্রী দেবী শ্রীশ্রী সরস্বতীকে আরাধনা করছে ।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে বুধবার সকাল ১১টা ১৬ মিনিট থেকে শুরু হয়ে আজ বৃস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে। শাস্ত্রীয় বিধান অনুসারে পূজার আচারাদি মেনে এই সময়ের মধ্যে সরস্বতীপূজা সম্পন্ন করবে সকলে ।
হরিণাকুণ্ডুতে সরকারী লালনশাহ্ কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা , বিভিন্ন বাড়ীতে অভ্র-আবির , আমের মুকুল , দোয়াত কলম , যবের শীষ , বাসন্তী রঙের গদা ফুল দিয়ে পূজা অর্চণা করে । এইদিনে অনেকের শিক্ষা জিবনের হাতেখড়ি দেওয়া হয় ।