ঝিনাইদহে আবারো ব্লাষ্ট রোগের আক্রমণ
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে গম ক্ষেতে বøাস্টের আক্রমন দেখা দিয়েছে।কয়েক বছর পর আবারও বøঅস্টে ক্ষেত নষ্ট হওয়ায় কৃষকেরা চিন্তি হয়ে পড়েছে। ক্ষেত রক্ষায় কৃষকরা ছত্রাক নাশক স্প্রে করছে।
ঝিনাইদহ সদও উপজেলার গান্না ইউনিয়নের চন্ডিপুর গ্রামের চেঙাগাড়ি মাঠে দেখা গেছে, আমির আলির ছেলে লিয়াকত আলির ২৩ শতক, আব্দুস সাত্তারের ছেলে আবুল কাশেমের ৪৯ শতক, আমির আলির ছেলে কবির হোসেনের ৫০ শতক, সুজোত আলির ছেলে আব্বাচ আলির ২৩ শতক, সাহেব আলির ছেলে জব্বার আলির ৪৬ শতক, বসত আলির ছেলে রফিক মিয়ার ২৪ শতক, চৌতন্ন ছেলে নিত্তানন্দের ২২ শতকসহ আরও অনেকের গম ক্ষেত প্রায় নষ্ট হয়েছে।
কৃষকরা জানান, গমে শীষ বের হবার পরও গোড়ার পাতাগুলো হলুদ হতে শুরু করে। পরে আস্তে আস্তে শীষগুলোতে দানা হবার আগেই সাদা হয়ে গেছে। যা দুর থেকে দেখলে মনে হবে গম পেকে গেছে। এছাড়া গেড়ামারা মাঠে আক্রমন দেখা গেছে বলে তারা জানান।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর জানায়, জেলায় ৩ হাজার ৪শ’ হেক্টর জমিতে গম আবাদেও লক্ষমাত্রা ধরা হলেও ৬ হাজার ৫২৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃপাংশু শেখর বিশ^াস বলেন, কোন কোন মাঠে বøাস্ট (ছত্রাক) আক্রমন দেখা গেছে। কৃষি বিভাগ কৃষকদের ছত্রাক নাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছে।