হরিণাকুন্ডুতে জাতির জনকের জন্মশতবর্ষ ও স্বাধীনতা দিবস পালনে আ”লীগের প্রস্তুতীসভা
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে আগামী ১৭ মার্চ জাতির জনক শেখ মুজিবুর রহমানে জন্মশতবর্ষ ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য উপজেলা আ”লীগের বর্ধীত ও প্রস্তুতীসভা হয়েছে ।
বৃহস্পতিবার বিকালে জেলাপরিষদ ডাকবাংলো প্রাঙ্গনে উপজেলা আ”লীগের সভাপতি আলহাজ্জ মশিউর রহমান জোয়ার্দ্দারের সভাপতিত্বে বর্ধীত সভায় বক্তব্য রাখেন সিনিয়ার আ”লীগ নেতা আজগর আলী মাষ্টার , উপজেলা যুগ্ন-সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরিফুল ইসলাম , আমিরুজ্জামান পলাশ , রবিউল ইসলাম পিলু মল্লিক , কৃষকলীগ জেলা সদস্য বদিউল আলম ।
এসময় উপজেলা আ”লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন যুবলীগ নেতা ও সংসদ সদস্যের প্রতিনিধি কামাল হোসেন , যুবলীগের উপজেলা আহবায়ক আশরাফুল হক জুয়েল৷,
শ্রমীকলীগ আহবায়ক আঃ হান্নান , সকল ইউনিয়ন আ” লীগের সভাপতি সাধারণ সম্পাদক , পৌর যুবলীগের সভাপতি আবু-সাঈদ টুনু , মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক ও গবেষক প্রভাষক জামাল উদ্দীন , মহাজোট নেতা গোলাম কিবরিয়া , সাবেক ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম , উপজেলা ছাত্রলীগের আহবায়ক রিগ্যান আলী , ছাত্রনেতা শুভ প্রমূখ। বর্ধীত সভায় আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন কর্মসুচির সিদ্ধান্ত সহ আগামী ২৩ মার্চ দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে র্যালী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।