পাঠকের কথা
প্রকৃতি পোড় খাচ্ছে–গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখঃ
প্রকৃতি পোড় খাচ্ছে
পোড় খাচ্ছে জীবিত লাশের বিবেক
সভ্যতার মানসিকতা, অন্ধদের চোখ, মূর্খদের দৃষ্টি
লুটেরার গুদাম, মহাজনের হিসেব, শোষকের প্রাসাদ।
প্রকৃতি উলঙ্গ করছে মানুষের মনুষ্যত্ব, আত্মবিশ্বাস
প্রত্যাশা, অহংকার, মুখোশের নিচে নীচুতা।
প্রকৃতি জানিয়ে দিচ্ছে নতুন জনপদের আবির্ভাব
সমুদ্রের তলদেশে, মরুভূমির বিশালতা।
প্রকৃতি ধ্বংস করছে পুরানো লোকসংস্কৃতি
আবেগের বেগ, আমিত্বের ভিত, ভণ্ডদের ভণ্ডামি।
প্রকৃতি পোড়ে খেলেই জন্ম হয় জ্ঞান-বিজ্ঞানীর
পথ আলোকিত করা মহামানুষের।