হরিণাকুণ্ডুতে কৃষকদের মাঝে রাইস ট্রান্সপ্লান্টার ও রিপার যন্ত্র বিতরণ
এইচ মাহবুব মিলু, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কৃষকদের মাঝে ধান লাগানো মেশিন রাইস ট্রান্সপ্লান্টার ও ধান গম কাটা রিপার মেশিন বিতরণ করা হয়েছে।
২০১৯-২০ মৌসুমে কৃষি অফিসের মাধ্যমে ৫০% ভূর্তকি দিয়ে সরকার এসকল কৃষিযন্ত্র বিতরণ করে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শীতলী গ্রামের কৃষক হুমাউন কবিরের কাছে রাইস ট্রান্সপ্লান্টার ও রাধানগর গ্রামের কৃষক আইজদ্দীনের কাছে রিপাট মেশিন হস্তান্তরকালীন সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন , উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানা , কৃষি কর্মকর্তা আরশেদ আলী চৌধূরী ,পৌর আ”লীগ নেতা ও পৌর কাউন্সিলর ফারুক হোসেন , কৃষি অফিস এসএপিপিও বাবু মণিসঙ্কর বিস্বাস ।
উল্লেখ্য কৃষি কর্মকর্তা মোঃ আরশেদ আলী চৌধূরী জানান রাইস ট্রান্সপ্লান্টার মেশিনের বাজার মূল্য ২লক্ষ ৫০ হাজার টাকা ও রিপার মেশিনের ১লক্ষ ৮০ হাজার টাকার বিপরিতে ৫০% ভূর্তকি দিয়ে ১লক্ষ ২৫ হাজার ও ৯০ হাজার টাকায় সরকার কৃষকদের হাতে এই মেশিন তুলে দিচ্ছে ।