জ্যান্ত মরার দল—–গুলজার হোসেন গরিব
জ্যান্ত মরার দল—–গুলজার হোসেন গরিব
কি রে তোরা এখনো ঘুমিয়ে আছিস,
সকাল দেখবি না?
মাথা নেড়চেড়ে ওঠ,মুখ ধুয়ে নে,চোখে পানি মার,
ঝাঁপসা কাটুক,ঘুমের মোহ দূর হোক।
তোদের কি শখ হয় না দিনকে দেখতে,
দিনের আলোতে গা’ও ভাসাতে?
পশু পাখিরা সকলে জেগেছ,ঘর ছেড়ে ওরা
ছুটে চলেছে খাদ্যের সন্ধানে শিক্ষার সন্ধানে।
ওঠ ওঠ উঠেপর তাড়াতাড়ি
চারিদিকে আলো ছড়িয়ে পড়েছে,
এখনো ঘুমালে দেহ অলস হয়ে যাবে,
অসুখ ধেয়ে আসবে জীবনে,
তখন ওঠার চেষ্টা করলেও আর উঠতে পারবিনা।
পৃথিবীর সব গোত্র জাতি প্রভাতেই ওঁরা জাগে,
রাতেই তাঁরা প্রস্তুত হয় সকাল ধরবে আগে,
তোরাও তেমনি গোত্র জাতি,কেনো র’বি বল ঘুমে?
উঠেপর,মাঠে ঘাটে যা,শহরে বন্দরে যা,
যা শিক্ষা নিতে বা দিতে,
এমনি করে থাকলে ঘুমে দিন আসবে না এদেশে।
তোরা যদি থাকিস ঘুমে কালের’পরে কাল!
বল নতুন প্রজন্মের কি হবেরে হাল ?
ওরাও কি তবে তোদের মতো অন্ধকারে পড়ে রবে?
তোদের কথা নাইবা ভাবলি,মরলি না হয় ঘুমে,
শিশুদের কথাও ভেবে একটু উঠতে পারিস জেগে?
ওঠ ওঠ উঠেপর,সাথে সন্তান নিয়ে উঠেপর
ঘুমে ঘুমে তোরা নষ্ট আর করিস নে,
শিশুদের আলো ভবিষ্যৎ।
ওঠ ওঠ উঠে পর ওরে জ্যান্ত মরার দল,
ভেঙে ফেল এই ঘুমের রীতি আনরে আলোর ঢল।
অবাক হচ্ছি দুপুর গড়িয়ে এখনো তোরা ঘুমে?