শৈলকূপায় প্রথমবারের মতো চালু হলো অনলাইন শপিং অ্যাপ
শেখ ইমন, ঝিনাইদহের চোখঃ
দৈনন্দিন কর্মব্যস্ততা ও যানজটের ভোগান্তি থেকে রেহাই পেতে জনপ্রিয় হয়ে উঠেছে দেশের অনলাইন বাজার। নিত্যনতুন পণ্যের সমাহার, বিভিন্ন ছাড় ও উপহারের কমতি নেই ভার্চুয়াল এ বাজারে।
এই পরিপেক্ষিতে ঝিনাইদহের শৈলকূপায় প্রথমবারের মত চালু হয়েছে অনলাইন অ্যাপ এবং ওয়েবসাইট ভিত্তিক অনলাইন শপিং সাইট apnerdokan.com। য়ার ওয়েবসাইট লিঙ্ক : https://bit.ly/3d7UTY1 । এবং অ্যাপ লিঙ্ক:https://bit.ly/37GdWYD ।
যেখানে শৈলকূপায় বসবাসরত যেকোনো মানুষই ঘরে বসেই গ্যাস সিলিন্ডার সহ ইলেক্ট্রনিক পণ্য, কম্পিউটারের যাবতীয় পণ্য এবং মোবাইলের যাবতীয় পণ্য বাড়িতে বসেই অর্ডার করতে পারবেন।
উক্ত প্রতিষ্ঠানের পরিচালক মাহাফুজ হাসান অন্তু জানান, এ্ই করোনাকালে বাড়িতে বসে অর্ডার করার ২-৩ ঘন্টায় মধ্যেই উক্ত অ্যাপের কর্মীরা পণ্যটি পৌঁছে দেবে আপনার দরজায় ।
সে আরও জানান, পণ্যটি সম্পুর্ন ফ্রিতে ক্রেতার বাড়িতে পৌছে দিচ্ছি ।এবং সর্বোচ্চ কম দামে এই পণ্যগুলো ক্রেতার দ্বারে বিক্রয় করছি ।