ঝিনাইদহে সুরঞ্জন স্টোরে ও সবুজ স্টোরকে জরিমানা
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। শনিবার সদর উপজেলার দক্ষিণ শিকারপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সুচন্দন মন্ডল জানান, ঝিনাইদহ জেলা কার্যালয় হতে সদর উপজেলায় বাজার তদারকি করা হয়।
এসময় দক্ষিণ শিকারপুরে সুরঞ্জন স্টোরে গিয়ে দেখা যায় মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক ও খাদ্যপণ্য বিক্রয় করা হচ্ছে। পাশাপাশি নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে সার বিক্রয় করা এবং দাড়িপাল্লায় কারচুপির মাধ্যমে সারের ওজনে কম দেওয়া হচ্ছে।
বিষয়টি আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে বালিয়াডাঙ্গা বাজারে নিষিদ্ধ কসমেটিকস বিক্রয়ের অপরাধে সবুজ স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।