নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ভবিষ্যৎ নির্ধারণে ওয়ার্কসপ অনুষ্ঠিত
টিপু সুলতান, কালীগঞ্জ, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহ সদর থানার আয়োজনে নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের ভবিষ্যৎ নির্ধারণে ওয়ার্কসপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেনর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওয়ার্কসপে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ সদর সার্কেল আবুল বাশার। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঝিনাইদহ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বদরুদ্দোজা শুভ, ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া।
অস্থায়ী নলডাঙ্গা পুলিশ ফাড়ি স্থায়ীকরন এবং মহারাজপুর ইউনিয়নের বিষয়খালি বাজারে আরেকটি নতুন ফাড়ি স্থাপনের দাবিতে গঠনমূলক বক্তব্য রাখেন মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর,নলডাঙ্গা ইব্রাহীম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম, আগমুখীী জে জে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মোমিন, আড়মুখিী দাখিল মাদ্রাসার সুপার মওলানা আঃ জলিল,বিশিষ্ট সমাজ সেবক আবদুল মতিন বিশ্বাস পাতা মিয়া। এ ছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান শিক্ষক, ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন নলডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি এ এস আই মনিরুল ইসলাম মনির ও গ্রাম পুলিশগন।