ঝিনাইদহের চোখ-
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত বাঘাডাংগা বিওপির হাবিলদার মো: মতিউর রহমান এর নেতৃত্বে ০৪ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সীমান্ত পিলার ৬০/৬৮-আর এর নিকট শূন্য লাইন হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত হতে বাংলাদেশে আসার সময় একজন চোরাকারবারীকে ধাওয়া করলে চোরাকারবারী বাজারপাড়া মাঠ নামক স্থানে ০১টি ব্যাগ ফেলে দ্রত পালিয়ে যায়।
পরবর্তীতে টহল দল কর্তৃক রক্ষিত ব্যাগটি উদ্ধার করে এবং ব্যাগের মধ্যে সর্বমোট ৬ কেজি ৩৮৮ গ্রাম রুপার অলংকার (নুপুর ও চেইন) পাওয়া যায়। আটককৃত রুপার বাজার মূল্য আনুমানিক ৫,৫০,০০০/-(পাচ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
আটককৃত রুপার অলংকার ঝিনাইদহ জেলার ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।