আলোচনায় ঝিনাইদহ-৪ এ আ:লীগের বিদ্রোহী প্রার্থী মান্নান
ফের আলোচনায় ঝিনাইদহ-৪ (সদরের আংশিক-কালীগঞ্জ) আসন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মান্নান। তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন।
তবে এই আসনে ভোটের হিসাব-নিকাশ পাল্টিয়ে যেতে পারে বলে আভাস মিলছে।
সূত্র জানায়, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনায়ারুল আজিম আনার। কিন্তু মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হয়ে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আবদুল মান্নান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। প্রার্থিতা বাতিলে আপিল করলে তা বৃহস্পতিবার ফিরে পেয়েছেন। মান্নানের দলীয় গণ্ডির বাইরে ব্যক্তিগত ইমেজ ও পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে ইতিমধ্যে কালীগঞ্জে পরিচিত রয়েছে। এই আসনে আগা গোড়ায় আওয়ামী লীগ দু’ভাবে বিভক্ত। তারা নিজ নিজ গ্র“পের বাইরে যাবে না বলে জানা গেছে। সেই সঙ্গে ভোটে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে থাকলে আনারের জন্য বৈতরণী পার হওয়া কঠিন হয়ে যাবে। বিষয়টি কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। নতুবা বিদ্রোহী ঠেকানোর ব্যবস্থা করতে হবে বলে তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়।