মহেশপুর
সারাদেশে মাদক বিরোধী অভিযানে মহেশপুর ৫৮ বিজিবি রানার আপ
সেলিম রেজা,মহেশপুর, ঝিনাইদহের চোখ-
চোরাচালান ও মাদক বিরোধী অভিযানে বিশেষ ভূমিকা রাখায় মহেশপুর ৫৮ বিজিবি দেশের মধ্যে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ২০শে ডিসেম্বর মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম বিজিবিএম(বার), এনডিসি, পিএসসি, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে মহেশপুর ৫৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল আহসানের নিকট রানার আপ ট্রফি হস্তান্তর করেন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন,এনডিসি, পিএসসি,টিই, অতিরিক্ত মহাপরিচালক, রিজিয়ন কমান্ডার, দক্ষিন-পশ্চিম রিজিয়ন, যশোর।
৫৮বিজিবির সহকারি পরিচালক নজরুল ইসলাম খান জানান, গত ২০১৯ সালেও ৫৮ বিজিবি রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছিল।