পাঠকের কথা
উষ্ণতা বিক্রি—-গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখ-
সাহারা রোদ্দুর
তোমার অপেক্ষায় মানিয়ে নেবো
উত্তর মেরুর হাড় কাঁপানো কনকনে শীত।
তোমার অপেক্ষায় দাঁত ঠকঠকানি গান গাবো একটানা
শুধু টিকে থাকার জন্য।
অতিতপ্ত লাভা
তোমার অপেক্ষায় মানিয়ে নেবো
বরফ জমা, প্রাণনাশি হিমেল বাতাস।
তোমাকে কাছে পেতে হাঁটবো
যতক্ষণ তাপের সাক্ষাৎ না মেলে।
আগ্নেয়গিরি
তোমার ফুটন্ত পাথরোর্মির আস্তরণে
শরীর ঝলসানোর জন্য অপেক্ষা অব্যাহত।
তোমার অগ্নি গর্তে পুড়তে পুড়তে
বিশ্রী দগ্ধকায়ী কঙ্কাল হলেও বেঁচে থাকি।
কিন্তু পার্থিব প্রতাপজনের উলাষ্ণ দান আর
আশ্বাসের ফাঁদে ফেলো না।
এই আশ্বাস টিকে থাকার দৃঢ় বিশ্বাস
ভেঙে দিয়ে করে পরনির্ভরশীল।
ভুখা সাধারণ বোঝে না
তাঁদেরই রক্তের উষ্ণতা বিক্রি করে যায়
তাঁদেরই হাতে, মানবতার অভিনয় করে।