মহেশপুরে মাদক, বাল্য বিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের মহেশপুরে মাদক,বাল্য বিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে শংকরহুদা বাথানগাছী মাধ্যমীক বিদ্যালয়ে উপজেলা পরিষদ ও উন্নয়ন প্রকল্প,স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাসনাল কো-অপারেশন এজেন্সীর সহায়তায় মহিলা ও শিশু উন্নয়ন কমিটি ও উপজেলা পরিষদের আয়োজনে শিক্ষক,ইমাম,ছাত্র-ছাত্রী,অভিভাবক,সাংবাদিক এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে মাদক,বাল্য বিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ওয়ার্কশপে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম,মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাচিনা খাতুন, শংকরহুদা বাথানগাছী মাধ্যমীক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনুয়ার হসেন, ১১নং মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন আর রশিদ ও সাংবাদিক আজাদ বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠিত ওয়ার্কশপে মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন আমরা আমাদের সন্তানদেরকে যেভাবে গড়ে তুলবো তারা সেভাবেই গড়ে উঠবে যদি আমরা তাদেরকে সঠিক সেভাবে গড়ে তুলতে পারি তাহলেই আমরা ভাল সমাজ ও ভাল রাষ্ট্র গড়তে পারবো।