কোটচাঁদপুর
কোটচাঁদপুরে তালাকেটে আলমসাধু চুরি
মনজুর আলম, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের কোটচাঁদপুরের দৌড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামের রাজু আহমেদ নামের এক ব্যাক্তি আলমসাধু গাড়ি চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২২ জানুয়ারি) দিনগত রাতে এই দুসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রাজু ওই গ্রামের দরিদ্র জালাল উদ্দিনের ছেলে।
ভুক্তভোগি রাজু বলেন, এনজিও থেকে ঋন নিয়ে কয়েক দিন হল ১লাখ ৫ হাজার টাকা খরচে আলমসাধুটি কিনেছেন। অন্যান্য দিনের মত কাজ শেষে রাতে রাড়িতে আলমসাধুটিতে তালা লাগিয়ে ঘুমাতে যাই। ঠিক পেয়ে দেখি আলমসাধুটি নেই, চুরি হয়ে গেছে।
স্থানীয় মেম্বর রেজাউল করিম বলেন, যেভাবে দরিদ্র লোকটার গাড়ি চুরি হল আসলেই ভাবিয়েছে এলাকাবাসির। গাড়ি তালা ভাঙা এরপর পাশের একটি আড়ভাঙা, পরে চাষ করা জমির মধ্যদিয়ে গাড়িটি ঠেলে নিয়ে রাস্তায় গিয়ে হয়তো ইষ্টাট করেছে। এটা একটি পরিকল্পিত চুরি বলে সকলে ধারনা করছেন এলাকাবসি।