স্বামীর মৃত্যু শোকে ১৪ দিন ধরে আইসিইউতে স্ত্রী
ঝিনাইদহের চোখ-
জটিল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ঝিনাইদহের কালীগঞ্জের প্রবীন শিক্ষানুরাগী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আনোয়ারুল ইসলাম মন্টু (৭৪) ঢাকার কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
এদিকে শ্বাসকষ্টে একই হাসপাতালে তার সহধর্মিনী আজিমুন্নেছা গত ১৪ দিন ধরে আইসিইউতে ভর্তি রয়েছেন। মরহুম আনোয়ারুল ইসলাম মন্টু ঝিনাইদহ কালীগঞ্জের কাবিলপুর গ্রামের মৃত মোখলেস মিয়ার বড়পুত্র।
মরহুমের ভাইয়ের ছেলে মোস্তাফিজুর রহমান শাহেদ জানান, তার চাচা আনোয়ারুল ইসলাম মন্টু ও চাচী আজিমুন্নেসা বিগত ২ সপ্তাহের অধিক সময় ধরে ঠান্ডাজনিত জটিল নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি তার চাচার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
লন্ডনে উচ্চতর ডিগ্রী শেষ করে বেশ কিছুদিন স্থানীয় কোলাবাজার হাইস্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন আনোয়ারুল ইসলাম মন্টু। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিকল্পনা ও উন্নয়নবিদের পদে যোগ দেন। আজ থেকে ৯ বছর আগে তিনি অবসর গ্রহণ করে নিজ গ্রামে বাবার নামে মোকলেস আনোয়ার কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন ওই কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি।
পারিবারিক জীবনে তার কোন সন্তানাদি নেই। এছাড়াও তিনি এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কল্যাণে কাজ করেছেন। প্রবীণ এই শিক্ষাবিদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি ৫ ভাই, ২ বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।