ঝিনাইদহে কাজী ও ইমামদের বাল্যবিবাহ ও পারিবারিক নির্যাতন প্রতিরোধে সভা
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে বাল্যবিবাহ ও পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধে কাজী ও ইমামদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলা অডিটরিয়ামে এ আয়োজন করেন শিশু নিলয় ফাউন্ডেশন ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শরিফা আক্তার, শিশু নিলয় ফাউন্ডেশনের পরিচালক রোজিনা আক্তার ও প্রোগ্রাম অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
এসময় সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও পৌরসভার সকল কাজী ও ১০ জন ইমামদের সমন্বয়ে ঝিনাইদহ সদর উপজেলার করোনা কালীন সময়ের বাল্যবিবাহ পরিস্থিতি ও পারিবারিক নারী নির্যাতন বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও বাল্য বিবাহ প্রতিরোধে সকলকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়। অনুষ্টান শেষে বাল্য বিবাহের ঝ্্ুঁকিতে থাকা ১০ জন দশম শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে ২০২১-২২ সালের স্কুলের যাবতীয় খরচ প্রদান করা হয়।