ঝিনাইদহে নির্বাচনী প্রচারণার মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের শৈলকূপায় ইউপি নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেলের ধাক্কায় আরাফাত হোসেন নামে ৪ বছরের এক শিশু নিহতের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার মনোহরপুর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের চান্নু মিয়ার ছেলে। শিশুটির এমন মৃত্যুতে পরিবারসহ গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এনেছে।
চরলক্ষীপুর গ্রামের প্রত্যক্ষদর্শী আছলত মন্ডলের ছেলে লিয়াকত হোসেন জানান, বাচ্চা শিশুটি উচ্চস্বরে মনোহরপুর ইউপি সদস্যের শোডাউনের মোটরসাইকেলের হর্ণ শুনে দৌড়ে ঘর থেকে রাস্তায় বের হয়ে আসে। কিছু বুঝে উঠার আগেই শিশুটি একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা খেয়ে শিশুটি রাস্তার পাশে পড়ে যায়। সেসময় শিশুটিকে উদ্ধার শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির পিতা চান্নু মিয়া জানান, বিষ্ণুদিয়া গ্রমের ইউপি পদপ্রার্থী নজির আলী ২০/২৫টি মোটরসাইকেল করে নির্বাচনী প্রচারণার চালাতে থাকে। এ সময় এলোমেলো মোটরসাইকেল চালানোর কারনে আমার শিশুটির মৃত্যু হয়েছে। শৈলকূপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমার সন্তানের মৃত্যুর ঘটনায় প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি করছি।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহাঙ্গীর আলম জানান, নিহত শিশুটির পরিবার ইউপি সদস্য প্রার্থীর বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছে। বিষয়টি আমরা তদন্ত করছি। সঠিক হলে অভিযুক্তদের আটক আইনের আওতায় আনা হবে।