ঝিনাইদহে অস্ত্র ও ফেন্সিডিলসহ গ্রেফতার ০১ জন
ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহে অস্ত্র ও ফেন্সিডিলসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-৬,ঝিনাইদহ।
শুক্রবার (২২ অক্টোবর ২০২১ইং) রাতে র্যাব-৬ (ঝিনাইদহ ক্যাম্প) এর একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন গোয়ালহুদা তেমাথা মোড়স্থ এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলার মহেশপুর থানাধীন গোয়ালহুদা তেমাথা মোড়স্থ জনৈক মোঃ মিজানুর রহমান এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী- মোঃ সাইফুল ইসলাম(২৫),পিতা-মোঃ খোরশেদ আলী,মাতা-মোছাঃ নাছিমা বেগম, সাং- উজ্জলপুর (উত্তরপাড়া),থানা- মহেশপুর,জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে।
এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর নিকট হতে ০১ টি দেশীয় শুটার গান ও ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।