ঝিনাইদহ কালীগঞ্জে নৌকা ৮/স্বতন্ত্র ৩ (ভিডিও)
ঝিনাইদহের চোখ-
রোববার ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের ভোট সম্পন্ন হয়েছে। নির্বাচনের ফলাফলে নৌকা ৮, বিদ্রোহী- ২ ও স্বতন্ত্র – ১ জন পাশ করেছেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন জানান, বেসরকারীভাবে ফলাফলে চেয়ারম্যান পদে বিজয়ীরা হয়েছেন
১ নং সুন্দপুর দূর্গাপূর ইউনিয়নে ওহিদুজ্জামান ওদু (নৌকা) (বিনাপ্রতিদ্বন্দিতায় ),
২ নং জামাল ইউনিয়নে মোদাচ্ছের হোসেন মন্ডল (নৌকা),
৩ নং কোলা ইউনিয়নে আলাউদ্দিন আল আজাদ (বিদ্রোহী (আনারস),
৪ নং নিয়ামতপুর ইউনিয়নে রাজু আহম্মেদ রনি লস্কর (নৌকা),
৫ নং সিমলা রোকনপুর ইউনিয়নে নাছির চৌধুরী (নৌকা),
৬ নং ত্রিলোচনপুর ইউনিয়নে হিজড়া সম্প্রদায়ের নজরুল ইসলাম রিতু (স্বতন্ত্র আনারস প্রতিক),
৭ নং রায়গ্রাম ইউনিয়নে আলী হোসেন অপু (আ’লীগ নৌকা) (বিনাপ্রতিদ্বন্দিতায় ),
৮ নং মালিয়াট ইউনিয়নে আজিজুল খাঁ (বিদ্রোহী আনারস প্রতিক),
৯ নং বারবাজার ইউনিয়নে আবুল কালাম আজাদ (নৌকা) (বিনাপ্রতিদ্বন্দিতায়),
১০ নং কাষ্টভাঙ্গা ইউনিয়নে আয়ুব হোসেন খান (নৌকা) ও
১১ নং রাখালগাছী ইউনিয়নে মহিদুল ইসলাম মন্টু (আ’লীগ নৌকা)।
উপজেলার ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ৮২৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৫ হাজার ৩৭৪ জন এবং নারী ভোটার ৯২ হাজার ৪৫১ জন। এবারে ইউপি চেয়ারম্যান পদে ২৯ জন, পুরুষ সদস্য পদে ৩১৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।