ঝিনাইদহ হরিণাকুন্ডতে বিনামূল্যে বীজ ও সার পেল প্রান্তিক কৃষক
এইচ মাহবুব মিলু, ষ্টাফ রিপোর্টার, ঝিনাইদহের চোখ-
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কৃষি অফিস সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা এর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সেলিম আহমেদ,পৌরসভার মেয়র ও সাবেক ছাত্রনেতা ফারুক হোসেন।
এসময় বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার হাফিজ হাসান স্বাগত বক্তব্য রাখেন।
আরও উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু , সহসভাপতি মোস্তাক আহমেদ, পৌর প্যানেল মেয়র সিদ্দীকুর রহমান, পৌর কাউন্সিলর বাবলুর রহমান সহ কৃষি অফিস এসএপিপিও মনিশংকর বিস্বাস,হিসাব সহকারী দেবব্রত দত্ত,উপসহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম,রামেন্দু বিস্বাস, রাজু আহম্মের সহ সকল উপসহকারী কৃষি কর্মকর্তা।
২৪শত কৃষকের মাঝে ৪৮শত কেজি হাইব্রিড ও ১২ শত কৃষকের মাঝে ৬ হাজার কেজি উফসি ধানবীজ সহ কৃষকপ্রতি ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়।